পরিমল বিশ্বাস : আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ ২ আড়াইহাজার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তার এর নেতৃত্বে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপুতি বিজয় র্যালীতে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।
বুধবার সকালে আড়াইহাজার সদর আশিক সুপার মার্কেট হতে শুরু হয়ে বাজার, থানা, সফর আলী কলেজ, উপজেলা পরিষদ, দিঘির পাড় চৌরাস্তা পায়ড়া চওর হয়ে ডাক বাংলায় এসে শেষ হয় উক্ত র্যালীতে হাজার হাজার নেতাকর্মীরা যোগদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি শহিদুল্লা মিয়া, নারায়ণগঞ্জ জেলা অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো ও যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা সাবেক সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুর ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা আস্যদের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম, সাধারণ সম্পাদক মাছুমা বেগম, সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় পারভীন আক্তার বলেন, জুলাই গণঅভ্যুত্থান ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ছাত্র জনতার বর্ষপুতি উপলক্ষে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার বুকের তাজা রক্তের ও জীবনের বিনিময়ে ফ্যাসিবাদী পলায়নের মধ্যদিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন হয়েছে এটাকে ধরে রাখতে হবে। এবং এই আগষ্টের পর যারা দলেড নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব সময় ঐকবদ্ধ হয়ে কাজ করে যাব ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করি।
Leave a Reply