পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষরা।
২২ জুলাই মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে জাঙ্গাল, বারপাড়া, ৬ কিলোমিটার এলাকায় ১ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষরা।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান ও বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, বন্দরে নিয়মিত গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যারা অবৈধ সংযোগের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply