কামরুল হাসান, কোটালীপাড়া :গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
বুধবার (১৬ জুলাই) সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজার ও এর আস পাশের এলাকায়,বিক্ষোভ মিছিল করে।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ, আওয়ামীলীগ নেতা এস এম ইস্রাফিল,ফরমান মুস্নী,টুটুল শেখ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু,যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা,সাবেক ভিপি কাইয়ুম শেখ,নাজমুল সরদার চপল,উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার,সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া,পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন,সাধারণ সম্পাদক আলী উজ্জামান জামিরসহ শত শত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার সরকার বার বার দরকার,চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে শেখ হাসির ভয় নাই আমরা আছি লক্ষ ভাই, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে,৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার,শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই,জামায়াত শিবির রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড় ইত্যাদি শ্লোগান দেন।
Leave a Reply