কুষ্টিয়া প্রতিনিধি : বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কুষ্টিয়া পৌরসভা গেটে ময়লা ফেলে কর্মবিরতি পালন করেছে পৌর পরিচ্ছন্নতা কর্মীরা।
রবিবার (১৩ জুলাই) সকাল ১০টায় এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
পরিচ্ছন্নতাকর্মীরা জানান, কুষ্টিয়া পৌরসভায় প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। একজন দিনমজুর দিন হাজিরা ৫’শ টাকা পেলেও তারা ময়লা আবর্জনার কাজ করে হাজিরা পায় ২৭৫ টাকা। তাই বাধ্য হয়ে তিন দফা দাবি আদায়ে আজ পৌরসভা গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করছে তারা।এর আগে এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।
কুষ্টিয়া পৌরসভার পরিছন্নতাকর্মী বাদল জানান, “এখানে আমাদের কোন বোনাস দেয় না। এখানে ৮ হাজার ৭শ টাকা বেতন দেয় তাও কিস্তি হিসাবে। আমরা বেতন তুলে খাবো নাকি কিস্তি দেবো? আমরা এর আগেও এমন প্রতিবাদ করেছিলাম। তারা আস্বাস দিয়েছিলো। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, আমরা মাসে যতদিন কাজ করি তার থেকে একদিনের বেতন কম দেয় পৌরসভা।
রাশেদ নামের আরেকজন বলেন, পৌরসভা আমাদের মানুষ মনে করে না। দিনের পর দিন বেতন নিয়ে ঝামেলা করে।
জীবন নামের আরেক পরিচ্ছন্নতাকর্মী জানান, বেতন দেওয়ার দাবি ৮মাস ধরে চলছে। কিন্তু কোন সমাধান হচ্ছে না। এজন্য আমরা কাজ বন্ধ করে এই আন্দোলন করছি।
বিকি দাশ বলেন, আমরা শহর পরিষ্কার করি। কিন্তু আমাদের ঠিকমতো বেতন দেওয়া হয় না। অফিসের কিছু চক্র আমাদের ফোন দিয়ে হুমকি দিচ্ছে যাতে এই আন্দোলন না করি। আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
শ্রম অধিদপ্তর, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েও ইতিপূর্বে কোন সমাধান হয়নি বলে দাবী করেন আন্দোলনকারীদের মধ্যে ঝন্টু। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন বন্ধ করে চলে যান।
এ বিষয়ে কুষ্টিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিষয়টি আসলে ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। জুলাই মাস থেকে তাদের বেতন বাড়ানোর কথা ছিল। এই নিয়ে কাজ চলছে। তাদের সাথে কথা হয়েছে। দ্রুত তাদের দাবি পূরণ করা হবে।’
Leave a Reply