কুষ্টিয়া প্রতিনিধি : ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল করেছে প্রতিবাদী ছাত্র-জনতা।
শনিবার, (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া পৌর চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, চাঁদার টাকার জন্য একজন ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কারা করেছে এটি জাতির কাছে স্পষ্ট। হত্যার পর মধ্যযুগীয় কায়দায় নিহতের লাশের উপর দাঁড়িয়ে নিত্য করেছে।
এটা দুঃখজনক। বাংলাদেশের মানুষ এই খুনিদের বিচার চাই। তাই অবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দাবি জানান তারা।
Leave a Reply