কাহারোল থেকে সুকুমার রায়,
দিনাজপুরের কাহারোলে আলুর বাম্পার ফলন। কাহারোল উপজেলায় এবারে ২হাজার ২শত ৩৯ হেক্টর জমিতে আলু চাষ নির্ধারন করা হয়েছে এবং অর্জিত হয়েছে ২হাজার ৩২০ হেক্টর। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আবু জাফর মোঃ সাদেক জানান, গত বছরে কৃষকরা আলুর দাম বেশী পাওয়ার কারনে এবারে বেশী করে আলু আবাদ করছে। এছাড়া বর্তমানে আবহাওয়াও অনুকুলে রয়েছে বলে আবাদ ভাল হয়েছে। ইহাছাড়া শুধু কৃষক না এবার কৃষানীরাও আলুর আবাদ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।
Leave a Reply