পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ জুন শুক্রবার বিকেলে উচিৎপুরা ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের উদ্যােগে দাশেরদা এলাকায় অনুষ্ঠিত হয়।
এ সময় উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন এর সভাপতিত্বে, ও উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হানিফ মিয়া এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ ভুঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউসুফ ভুঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের জিয়াউর রহমান এর আদশ্যকে বুকে ধারন করে বিএনপিকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সকলে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। জিয়াউর রহমান এর ডাকে সারা বাংলাদেশের জনগণ পাক হানাদের উপর ঝাপিয়ে পড়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর স্বাধীন বাংলাদেশ পাই। এখন স্বাধীন ভাবে কথা বলার সুযোগ পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঐকবদ্ধ হয়ে কাজ করে যাব।
Leave a Reply