কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৪-২৫ খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় নিম, বেল, জাম ও কাঁঠাল চারা আবাদ ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচির লক্ষ্যে শিক্ষার্থীদের (কৃষক পরিবারের সদস্য) মাঝে বিনামূল্যে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান মিন্টু শরীফ, সাধারণ সম্পাদক শরিফুল রোমান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় ১,২৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৪টি করে, মোট পাঁচ সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply