এস.এম দুর্জয়, গাজীপুর : সুশৃঙ্খল,সুরক্ষিত,মহাসড়ক”পুলিশই জনতা,জনতাই পুলিশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৫ জুন)দুপুরে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি)ও গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার ড.আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,হাইওয়ে সড়কে পুলিশসহ যদি কেউ কোন অনৈতিক কাজে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।হাইওয়ে সড়কে অনৈতিক কর্যক্রমে যারা জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দিয়ে বলেন,যারা সড়কে এসব অনৈতিক কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অটোরিকশা সারাদেশে সয়লাভ হয়েছে।মহাসড়ক বাজার এবং অটোরিকশার বিরুদ্ধে অভিযানে গেলে তারা সড়ক অবরোধ করে বসে।
তিনি মাওনা চৌরাস্তা যানজট নিরসন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর রিজিয়ন হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান,গাজীপুর রিজিয়ন হাইওয়ে সহকারী পুলিশ সুপার জিয়া উদ্দিন খান,এসময় উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো:আবুল হোসেন প্রধান,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হান্নান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান,গাজীপুর জেলা ছাত্র দল নেতা নওশাদ মোস্তাক,শ্রীপুর পৌর ছাত্র দলের সদস্য সচিব রাজন,মাওনা হাইওয়ে থানার এসআই এস আই নবীনূর,এস আই রফিকুল ইসলাম,এস আই জুয়েল বর্মন,সার্জেন্ট আরিফুর হক,সার্জেন্ট সৌরভ দাস,রেকার ইনচার্জ মোঃশামীম,ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ মাওনা হাইওয়ে থানায় কর্মরত পুলিশ সদস্য ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
Leave a Reply