কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নে দেনা-পাওনার জের ধরে এক ব্যবসায়ীর গাড়ি জব্দ করে থানায় নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে চু’রির অভিযোগ তুলেছেন।
জানা যায়, নাজিরপুর ইউপির রড-সিমেন্ট ব্যবসায়ী শাকিল হোসেনের কাছে একই ইউনিয়নের আরেক ব্যবসায়ী জাকির হোসেন সাড়ে তিন লাখ টাকা ধার নেন। দীর্ঘদিন পরও টাকা পরিশোধ না করায় শাকিল হোসেন আজ (সোমবার) দুপুরে জাকিরের এমপির ব্রিজের কাছে রেখে যাওয়া ট্রলি গাড়িতে তালা ঝুলিয়ে দেয়। এ বিষয়ে শাকিল বলেন, আমার টাকা কয়েক বছর ধরে দেই দেই করে কালক্ষেপণ করেছে জাকির। আজ তার গাড়ী আটকে দেওয়ায় তিনি অভিযোগ করেন।
জাকির হোসেন বলেন, সে আমার কাছে টাকা পাবে তবে যে গাড়িটি নিয়ে গেছে, সেটি আসলে আমার স্ত্রীর নামে কৃষি সম্প্রসারণ অফিস থেকে পাওয়া। আমার স্ত্রী ফাহিমা বেগম থানায় গিয়ে শাকিলের বিরুদ্ধে অভি’যোগ করেছে।”
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. আল আমীন বলেন, “টাকার বিষয়ে বিরোধ থাকায় শাকিল গাড়িটিতে তালা মেরে রেখেছিলেন। পরে উভয় পক্ষকে থানায় এনে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।”
স্থানীয়রা জানান, বিষয়টি পুরোটাই পারস্পরিক লেনদেন সংক্রান্ত এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ঘটনাটি জ’টি’ল আকার নেয়।
Leave a Reply