গাজীপুর সদর উপজেলা বিএনপি’র নবাগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল
Update Time :
সোমবার, ২৩ জুন, ২০২৫
২০৯
জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর :গাজীপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার হইতে নতুন বাজার প্রর্যন্ত পায়ে হেঁটে আনন্দ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
গাজীপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আবু তাহের মুসুল্লী ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা:এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
অন্যদের মধ্যে আনন্দ মিছিল অংশ গ্রহণ করেন,গাজীপুর সদর উপজেলা উপজেলা বিএনপি’র সদস্য ইসলাম উদ্দিন,সাহাববুদ্দিন,ফজল মুসল্লী,আব্দুল বাতেন বিএসসি,মোনায়েম হোসেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও শ্রীপুর পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী,শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা,শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো:আবুল হোসেন প্রধান,গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ,শরিফুল ইসলাম শরিফ,শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান,শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্য সচিব রানা আহমেদ আকন্দ,গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজাউল করিম মোড়ল রিফাতসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেছে।
Leave a Reply