পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জ বন্দর উপজেলা মদনপুরে মোবাইল কোর্টের মাধ্যমে ইস্ট টাউনে ২৫ টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩ টি খাবার হোটেল কে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন ও ১ জনকে ৭ দিনের কারাদন্ড প্রধান করেন।
এ সসয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান, ও তিতাস অফিসের ম্যানেজার আমির হোসেন এর নেতৃত্বে মোবাইল কোট অভিযান পরিচালিত হয়।
২২ জুন রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মদনপুর বাস স্টান্ডে ভাই ভাই হোটেল কে ৪০ হাজার টাকা আজমেরী হােটেল কে ৪০ হাজার টাকা, চাচা ভাতিজা হোটেল কে ২৫ হাজার টাকা জরিমানা করেন নিরালা হোটেলের এক কর্মচারীকে ৭ দিনের কারাদন্ড প্রধান করেন।
অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply