কাহারোল থেকে সুকুমার রায়,
দিনাজপুরের কাহারোলে সারাদেশের ন্যায় লটারীর মাধ্যমে ভর্তি অনুষ্ঠিত। ১১ জানুয়ারী সোমবার সকাল ১১ ঘটিকায় সারা দেশের ন্যায় কাহারোল উপজেলায় রামচন্দ্রপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কাহারোল বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি অনুষ্ঠিত হয়। ভর্তি লটারী উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মোঃ আল কামাহ তমাল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ.কে.এম ফারুক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার রাজিব কুমার বাকসী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ, রামচন্দ্রপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ বাবু, কাহারোল বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম সহ ছাত্র-ছাত্রীর অভিভাবকবৃন্দ।
Leave a Reply