স্টাফ রিপোর্টার : কোটালীপাড়ায় যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন গোপালগঞ্জ। আজ রবিবার সকাল ১০ টা থেকে সড়ক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদ যৌথভাবে বিকাল পর্যন্ত পরিচালনা করেন এ অভিযান।
এ সময় তারাশী বাস স্ট্যান্ড থেকে মহুয়ার মোড় হয়ে তেলের পাম্প পর্যন্ত এবং ঘাঘর বাজারের কুরপালা স্ট্যান্ড হইতে ঘাঘর কান্দা পর্যন্ত সড়কের দু-পাশে অবস্থিত জেলা পারিষদের ৫০টি, পানি উন্নয়ন বোর্ডের ৮৩ এবং সড়ক বিভাগের ৬০ টি সহ, সরকারী জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা মোট ১৯৩ টি পাকা, আধাপাকা ও টিনসেড ঘর সহ বিভিন্ন স্থাপনা ১০টি বুলডোজার ও স্কেভেটর দ্বারা উচ্ছেদ করে আভিযানিক টিম।
অভিযানের খবর চারদিকে ছড়িয়ে পড়লে ভিড় জমায় সহশ্রাধিক উৎসুক জনতা। এর আগে অভিযানের বিষয়টি প্রশাসন কর্তৃক অবগত হয়ে একাধিক ঘর মালিক নিজ দায়িত্বে সরিয়ে নেয় স্থাপনা। ব্যবসায়ী বৃন্দ পন্য সামগ্রী সরিয়ে খালি করে ঘর।
মোস্তফা গাজী, বাদশা সিকদার, ইব্রাহীম মোল্লা সহ একাধিক এলাকাবাসী ও ব্যবসায়ী বৃন্দ সাংবাদিকদের বলেন- সরকার কোন প্রকার পূনর্বাসনের ব্যবস্থা না করে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে, লোন সুদ ব্যাজে টাকা এনে এই মানুষ গুলো ছোট খাটো ব্যবসা করে জীবন জিবিকা নির্বাহ করে আসছিলো, হঠাৎ এদের উচ্ছেদ করে পেটে লাথি মারা হয়েছে, আমরা সরকারের কাছে এই অসহায় মানুষ গুলির পূনর্বাসনের জোর দাবি জানাই। এ সময় এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রাসেল মোল্লা, প্রবীর কুমার বিশ্বাস, উপ বিভাগীয় প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড জাকারিয়া ফেরদৌস, প্রকৌশলী সড়ক কিভাগ আজাহারুল ইসলাম, উচ্চমান সহকারী জেলা পরিষদ রনজিৎ কুমার সাহা সহ জেলা উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, সেনা পুলিশ র্যাব আনসার ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply