পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সোনারগাঁ উপজেলা শাখার ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে নোয়াগাঁও ইউনিয়ন বিষনন্দী বাজারে উক্ত কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয়তাবাদী সোনারগাঁ উপজেলা শাখার, মাওলানা ওমর ফারুক কে আহবায়ক ও মোজ্জামেল হক কে সদস্য সচিব ও মাওলানা দেলোয়ার হোসেন কে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ওলামা দলের আহবায়ক কমিটি ঘোষণা করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে, ও নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মোজ্জামেল হক এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওমাল দলের আহবায়ক হাফেজ মাওলানা জাকারিয়া, প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মামুন উক্ত কমিটি ঘোষণা করেন।
উদ্ধােধক হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সেলিম ভুইঁয়া, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ: হালিম, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা নাসির উদ্দীন, মাওলানা শাহজালাল, আব্দুল মতিন, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাসুদ সহ ওলামা দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন নির্যাতিত হয়েছে ও জেল খেটেছেন। সঠিক নেতৃত্বের মাধ্যমে ওলামা দল আরো এগিয়ে যাবে এবং যারা দলের দুঃসময়ে কাজ করেছেন দল তাদেরকে আগে মুল্যায়ন করবে দুঃসময়ে যারা কাজ করেছে তাদেরকে সামনের সাড়িতে বসতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আলেম ওলামাদের কে নিয়ে ওলামা দল গঠন করেন সেই এই ওলামা দলের পথচলা এখন অনেক এগিয়ে যাচ্ছে। যারা সোনারগাঁ উপজেলা ওলামা দলের নতুন নেতৃত্বে আসছেন তারা যেন এই ওলামা দলকে সুসংগঠিত করে তুলতে সকলে ঐকবদ্ধ হয়ে কাজ করে যাবেন এবং মানুষের কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।
এ সময় নবনির্বাচিত আহবায়ক মাওলানা ওমর ফারুক বলেন, আমাকে উপজেলার যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি আপনাদের দোয়ায় যেন সব সাধারণ মানুষের পাশে থেকে সমাজের ভালো কাজ গুলো করে যেতে পারি এবং উক্ত কমিটির সবাই কে সাথে নিয়ে ঐকবদ্ধ হয়ে কাজ করে যাব ও ওলামা দলকে সুসংগঠিত করে তুলব সকলের নিকট দোয়া কামনা করি।
Leave a Reply