বিশেষ প্রতিনিধি : সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আঃ রহিমকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে । এই বিষয়ে ভুক্তভোগী ছাত্রদল নেতা আঃ রহিম সোনারগাঁও থানায় বাদী হয়ে একটি জিডি দায়ের করেন।
এ বিষয়ে জিডিটে উল্লেখ করেন, সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান ও তার ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা ও অন্যের জমি দখল প্রতারনার মাধ্যমে অন্যের জমি লিখে নেওয়া-সহ বিভিন্ন অপকর্ম করে আসছে। কয়েকদিন পূর্বে বিএনপি নেতা পলাশ তার ছোট ভাই মালয়েশিয়া প্রবাসি যুবলীগ নেতা পারভেজ ও আরেক মাদক ব্যবসায়ীর মাদক ব্যবসা নিয়ে করা কথপোকথনের কল রেকর্ড ভাইরাল হয়। যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলে। ছাত্রদল নেতা বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ভাইরাল কল রেকর্ডটি ছাত্রদল নেতার হাত ধরেই ভাইরাল হয়েছে মর্মে অভিযোগ এনে বিএনপি নেতা পলাশ তার বাড়িতে গিয়ে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।এছাড়াও তার ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী যুবলীগ নেতা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শিগগিরই দেশে এসে ছাত্রদল নেতা আব্দুর রহিম কে হত্যা করার হুমকি প্রদান করে যা ফেসবুকে ভাইরাল হয়েছে ইতোমধ্যে।
পলাশ ও তার পরিবারের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা,অন্যের জমি দখল, প্রতারনার মাধ্যমে অন্যের জমি লিখে নেওয়াসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে,এছাড়াও এদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ কোর্টে একটি পিটিশন হত্যা মামলাও রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী জানান, ৫আগস্ট পরবর্তী পট পরিবর্তনের পর থেকেই বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় পলাশ ও তার পরিবার বেপরোয়া হয়ে উঠে এবং এলাকায় সব ধরনের অপকর্ম করে বেড়ায়।
এ বিষয়ে আব্দুর রহিম আরো বলেন, আমি নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করি তারা আমাকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে তাই প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করি তাদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।
Leave a Reply