বিশেষ প্রতিনিধি: সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পলাশ ও তার মালয়েশিয়া প্রবাসী ছোট ভাই পারভেজের ইয়াবা ব্যবসার কল রেকর্ড ভাইরাল হয়েছে।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রেকর্ডটি বিভিন্ন জনের টাইমলাইনে ঘুরে ভেড়াচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায় পলাশ ও তার ভাই দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।
এছাড়াও সে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের কথিত পিএস পরিচয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত।জমি দখল,বিভিন্ন লোককে হুমকির অভিযোগ রয়েছে।এছাড়াও পলাশের বিরুদ্ধে কোর্টে একটি পিটিশন হত্যা মামলাও রয়েছে যার নম্বর ৯৯/২৫।
স্থানীয়রা পলাশের অত্যাচারে অতিষ্ঠ।
তারা জানায়, পলাশ বিএনপি ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের পিএস পরিচয়ে এলাকায় মাদক বিক্রি, জমি দখল-সহ সব ধরনের অপকর্মে লিপ্ত। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের পরিচয়ে পুলিশি হয়রানির হুমকি দেন। এবং এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার কথা ও জানায় এলাকাবাসী।
Leave a Reply