আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হামলায় আহত টুংগীপাড়া উপজেলা বিএনপি কর্মী মোহাম্মদ সালমান মোল্লা লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, গত ৫ই জুন বিকালে টুংগীপাড়া উপজেলার নিলফা বাজারে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রথমে এসে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ব্যানার ফেস্টুন ছিড়ে পুড়িয়ে ফেলতে থাকে, এ সময় বাজারে থাকা ১০ থেকে ১২ জন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ সমর্থক লোকজন।
এ সময় তিনি আরো অভিযোগ করে বলেন, ঘটনার পরে থানায় মামলা করতে গেলে মামলা নিতে গরি মসি করে টুংগীপাড়া থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম।
Leave a Reply