স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় ওয়াপদারহাট সিসিডিবি শান্তিকুটির মিশনে এক অনাডম্বর অনুষ্ঠান আয়োজন করে উপজেলা নেটওয়ার্ক কমিটি। সিসিডিবি-সিপিআরপি ও কোটালীপাড়া উপজেলা ফোরাম নেটওয়ার্ক এর সহযোগীতায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এরিয়া ম্যানেজার সিসিডিবি, সিপিআরপি গোপালগঞ্জ-গৌরনদী সুদীপন খীসা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ। অন্যদের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা সুমনা বিশ্বাস, আমতলী ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, পালক বিনয় রায়, সিও সিসিডিবি মিহীর হাজরা, পিও সিসিডিবি রুবেল মধু, এরিয়া ট্রেইনার হালিমা বেগম, ইউপি সদস্য সেলিম শেখ, নিপা বালা বেবী বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply