স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৫ সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। এবারের সম্মেলনে আগামী দুই বছরের জন্য উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মজলুম নেতা এস এম মহিউদ্দিন সভাপতি এবং সদস্য সচিব আবুল বশার হাওলাদার পেয়েছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব। অন্যদিকে পৌর বিএনপিতে ইউসুফ আলী দাড়িয়া সভাপতি এবং অলিউর রহমান হাওলাদার সাধারণ সম্পাদক পদে জায়গা করে নিয়েছেন। সম্মেলনে নির্বাচিত সভাপতি ও সম্পাদক বৃন্দ পর্যায়ক্রমে পূর্নাঙ্গ কমিটি সম্পন্ন করবেন বলে জানা গেছে। এ উপলক্ষে গত রবিবার বেলা ১২টায় কোটালীপাড়া সরকারী আদর্শ কলেজ মাঠ চত্ত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাকজমক পূর্ন এ সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান। এর আগে সকাল ১০টা থেকে তীব্র গরম উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা হইতে নেতাকর্মী সমর্থকেরা নানা রংয়ের ব্যানার ফেষ্টুন বাদ্যযন্ত্রে সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল সহকারে আসতে থাকে সম্মেলন স্থলে। বেলা বাড়ার সাথে সাথে কানায় কানায় পরিপূর্ন হয়ে যায় সম্মেলন চত্ত্বর। কর্মী সম্মেলন রুপ নেয় জন সভায়। সম্মেলনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ছিলো চোখে পড়ার মতো। দুপুরে একে একে মঞ্চে আসতে থাকেন কেন্দ্রীয়, বিভাগীয় সহ বিভিন্ন জেলা উপজেলা বিএনপির নেতৃ বৃন্দ। এক টানা বিকাল ৪টা পর্যন্ত চলে আলোচনা সভা। মধ্যাহ্ন ভোজের পর পল্লী উন্নয়ন একাডেমি হল রুমে নেতা কর্মী কাউন্সিলরদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সম্মেলন কাউন্সিল। উপজেলা বিএনপির আহবায় এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। প্রধান বক্তা ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি ছিলেন- ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম। অন্যদের মধ্যে- ফায়েকুজ্জামান শেখ, অনিমেশ গাইন, মান্নান শেখ, হাকিম খলিফা, নুরুল ইসলাম হাওলাদার, মামুনুর রহমান মিঠু, এম মাহাবুব আলী সোহেল, সবুজ বরন তালুকদার, নান্নু দাড়িয়া, লালন শেখ, মাসুদ তালুকদার বক্তব্য রাখেন। এ সময় কেন্দ্রীয় জেলা উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply