পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
সোমবার সকালে তারাব পৌরসভা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।
এ সময় তারাব পৌরসভা বিএনপির সভাপতি তাসিক হক ওসমান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া।
বিশেষ অতিথি, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ন, সিনিয়র সহ সভাপতি আনোয়ার সাদাদ সায়েম, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম পিন্স, পৌর বিএনপির সহ সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম আরিফ, পৌর বিএনপির সহ সভাপতি মীর আজাহার, সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন যার কথা বলে শেষ করা যাবে জিয়াউর রহমান এর আদশ্যকে বুকে ধারন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে আরো সামনে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। তার আদশ্য দেখে আজ হাজার হাজার লাখ লাখ মানুষ বিএনপিকে ধরে রেখেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র ঈদ উল আযহা কে সামনে রেখে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ও তারেক রহমানের নেতৃত্বে এই দেশ আরো সামনে এগিয়ে যাবে। রূপগঞ্জ উপজেলা বিএনপিকে আরো সামনে এগিয়ে নিতে সকলে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে আজ এমন একটি অনুষ্ঠান আয়োজন করায় পৌরসভা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই যারা দিনরাত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সার্থক করে তুলেছে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করি।
Leave a Reply