পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর দুই দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করেন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
কর্মসূচির মধ্যে ছিলো কুরআন তিলাওয়াত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, জব ফেয়ার, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও বিশ হাজার মানুষের গণভোজ । পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
গত ৩০ মে শুক্রবার প্রথম দিনের কর্মসূচি হিসেবে বৃক্ষ রোপণ, কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৩১ মে শনিবার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এতে উপজেলার বিভিন্ন এলাকার বিশ হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়।
এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন , নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক নুর হাসান বাবুল, আশরাফুজ্জামান ইমন, ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক ওসমান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, যুবদল সভাপতি কামাল হোসেন সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply