স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধ নসিমন চাঁপায় এক সন্তানের জনক রিমন শেখ (৩৫) নামক এক চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় তার সাথে থাকা অন্য তিন জন রয়েছে অক্ষত। নিহত ব্যক্তি উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।
বুধবার সকাল ৬টায় কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গাড়ীতে থাকা রোহান শেখ সাংবাদিকদের জানান- ঘাঘর বাজার দেলোয়ার এন্ড ব্রাদার্স এর বালু মান্দ্রা গ্রামে নামিয়ে ফেরার পথে ঘটনা স্থলে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়, এতে আমরা তিনজন সরে যেতে পারলেও চালক রিমন গাড়ির নিচে চাঁপা পড়ে, পরে অন্য ট্রাকের সহযোগীতায় নসিমন সরিয়ে চালককে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে, নিজের গাড়িতে চাঁপা পড়ে মারা গেছে বিধায় কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply