মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট :লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চায়নার তৈরি রাক্ষুসে ম্যাজিক জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গত (২৬শে মে)২০২৫ইং সোমবার বিকেলে চলবলা ইউনিয়ন পারঘাট, চন্দ্রপুর ইউনিয়নের হরোরাম সতী নদীতে রাক্ষসী ম্যাজিক জাল বসিয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ও ডিমওয়ালা মা মাছ নিধন করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
অভিযানে নদী থেকে ০৯ টি (প্রায় ১ হাজার হাত) চায়না ম্যাজিক জাল উদ্ধার ও উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত এবং সন্ধায় উপজেলার চাপারহাট বাজারে অভিযান পরিচালনা করে আরো ৭০ পিস নতুন কারেন্ট জাল উদ্ধার করেন। পরে জব্দকৃত সকল অবৈধ কারণ জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত এসব জাল পরিবেশ ও মাছের জীবনচক্রে মারাত্মক হুমকি বলে জানান তারা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, এই অভিযান সবসময় অব্যাহত থাকবে। এ ধরনের রাক্ষুসে জাল ব্যবহার না করতে জনসাধারণের প্রতি অনুরোধ করেন।
মোবাইল কোর্ট অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সাইয়েদুল মোফাচ্ছালীন,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কালীগঞ্জ লালমনিরহাট। ফরিদুল ইসলাম, পুলিশ, আনসার, ও চলবলা ইউনিয়ন পরিষদের সদস্য সহ আরো অনেক। উপজেলা প্রশাসনের এই অভিযানে জনসাধারণ ব্যাপক সন্তোষ প্রকাশ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন। তারা মনে করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বেঁচে থাকবে দেশীয় মাছ।
Leave a Reply