শাহীন আলম লিটন, কুষ্টিয়া :‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’
এই স্লোগানে কুষ্টিয়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী। বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্ধসঢ়;সান ফরিদ। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংশ্লিষ্ট দপ্তরের
অন্যান্য কর্মকর্তা। জেলার সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত দপ্তর ও ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার ভূক্তভোগীরা গণশুনানিতে অংশ নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন। কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন এ গণশুনানির আয়োজন করে।
Leave a Reply