পরিমল বিশ্বাস : গজারিয়ায় উপজেলায় জোবিঅ-মেঘনাঘাট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ১ লাখ টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষরা।
২০ মে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে জোবিঅ-মেঘনাঘাটের আওতাধীন ‘ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন গজারিয়া এলাকার অবৈধ চুন কারখানা এবং হোটেল ও রেস্টুরেন্টের লাইন উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ নির্বাহী ও ম্যাজিস্ট্রেট জনাব হাছিবুর রহমান, ও তিতাস অফিসের ম্যানেজার সুরঞ্জিত এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
এ সময় চুন কারখানার মালিককে স্পটে না পাওয়ার কারণে জেল/জরিমানা করা সম্ভব হয়নি। তবে, চুনা কারখানার জমির মালিক ও কারখানা পরিচালকদের নামে এফআইআর (FIR)গজারিয়া থানায় দাখিল করা হয়েছে।
এছাড়াও সেভেন স্টার হাইওয়ে রেস্তোরাঁ এন্ড কাবাব হাউজের মালিককে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ৬২৪৬ ঘনফুট/ঘন্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ১,০১,৮৭৫/- টাকা (দৈনিক ভিত্তিক।
এ তিতাস কতৃপক্ষরা বলেন, গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং যেসব কারখানায় অবৈধ সংযোগ পাওয়া যাবে সাথে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
Leave a Reply