কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর ও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ২ লক্ষাধিক টাকা মূল্যের চায়না দূয়ারী, কারেন্ট জাল, বেহেন্দী জাল, চরঘের জাল জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার (১৪ মে) রাত ৮ টা থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা অ’বৈ’ধ জাল পুড়িয়ে ধ্বং’স করা হয়।
এসময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আনিসুর রহমান, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এস.আই সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, আমাদের নিয়মিত অভিযানে গতকাল রাতভর অভিযান চালিয়ে তেতুলিয়া নদী থেকে অবৈধ জাল জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply