1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুর উপজেলা বিএনপি'র পাঁচবারের নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো:শাজাহান ফকির - Bangladesh Khabor
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শ্রীপুর উপজেলা বিএনপি’র পাঁচবারের নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো:শাজাহান ফকির

  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২২১ জন পঠিত

এস.এম দুর্জয়:গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য নাম আলহাজ্ব মো:শাহজাহান ফকির।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে

৭১বছর বয়সেও তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতিতে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবন,সাহসিকতা,ত্যাগ ও মানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে শ্রীপুরবাসীর কাছে একজন প্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রাজনীতির সঙ্গে জীবনের শুরু:
পেশাগতভাবে একজন সফল ব্যবসায়ী হিসেবে তাঁর পথচলা শুরু হলেও,এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি তাঁর ঝোঁক থাকলেও সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে দলকে সুসংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেন।তাঁর নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার ফলেই তিনি স্থানীয় নেতাকর্মীদের আস্থা অর্জন করেন।
পাঁচবারের নির্বাচিত সভাপতি:নেতৃত্বের শক্ত ভিত্তি
জনগণের ভালোবাসা ও দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতি হিসেবে আলহাজ্ব শাহজাহান ফকির টানা পাঁচবার শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।দীর্ঘ সময় ধরে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন।তাঁর নেতৃত্বে শ্রীপুর উপজেলা বিএনপি এক শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।দলের দুঃসময়ে যাঁরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন,তাঁদের পাশে দাঁড়িয়ে সাহস ও নেতৃত্ব প্রদান করেছেন তিনি।
১৭ বছরের নির্যাতন,মামলা-হামলা ও ত্যাগের ইতিহাস:-
২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে শুরু করে বিগত প্রায় ১৭ বছর ধরে আলহাজ্ব শাহজাহান ফকির বহু মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন। স্থানীয় প্রশাসনের রাজনৈতিক প্রভাব,ক্ষমতাসীন স্বৈরশাসনামলে দলের চাপ ও নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি মাথা নত করেননি।বিভিন্ন সময় জেলে যেতে হয়েছে,মিথ্যা মামলা-হামলার মুখে পড়তে হয়েছে,ব্যক্তিগত ও পারিবারিক জীবনও চরমভাবে বিপর্যস্ত হয়েছেন তিনি।
শুধু তাই নয়,তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানও রাজনৈতিক প্রতিহিংসার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।ক্ষমতাসীন গোষ্ঠীর চাপ ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের শিকার হয়ে তিনি আর্থিকভাবেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।তবুও কোনো দিন দলের আদর্শ থেকে বিচ্যুত হননি,বরং আরও বেশি সংগঠিত হয়ে দলের জন্য কাজ করে গেছেন।
সংগঠন ও কর্মীদের প্রতি ভালোবাসা:
আলহাজ্ব মো:শাহজাহান ফকিরের রাজনীতির মূল শক্তি হলো তাঁর সহযোগিতা,মানবিকতা ও কর্মীদের প্রতি ভালোবাসা।তিনি বিশ্বাস করেন,রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়;বরং মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখা।শ্রীপুর উপজেলা বিএনপির যেকোনো আন্দোলন-সংগ্রামে তিনি প্রথম  সারিতে থাকেন।কর্মীরা যখন নির্যাতনের শিকার হয়েছেন,মামলা-হামলায় বিপর্যস্ত হয়েছেন,তখন তিনি তাঁদের আইনি ও মানবিক সহায়তা দিয়ে পাশে থেকেছেন।
সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা:-
রাজনীতির বাইরে তিনি একজন সমাজসেবক হিসেবেও পরিচিত।এলাকার গরিব-দুঃখীদের সহায়তা,মসজিদ-মাদ্রাসা উন্নয়ন,শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে তাঁর অবদান চোখে পড়ার মতো।ঈদ,রমজানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে তিনি নিজ অর্থায়নে সহযোগিতা করে থাকেন।
ভবিষ্যতের স্বপ্ন ও প্রত্যাশা:
আলহাজ্ব শাহজাহান ফকির  বিশ্বাস করেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।তিনি চান শ্রীপুর উপজেলা বিএনপি আরও সংগঠিত হয়ে জনতার স্বার্থে কাজ করবে এবং রাজনীতির শুদ্ধধারা বজায় রাখবে।তাঁর সংগ্রামী ও ত্যাগের জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।শ্রীপুরের সাধারণ জনগণ মনে করেন, শাহজাহান ফকিরের মতো সৎ,অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্ব-ই কেবল মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION