স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার আমতলী ইউপি ওয়াপদারহাট বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রন্ট্রি পোদ্দার।
উক্ত অভিযানে পানি উন্নয়ন বোর্ডের যায়গা অবৈধ ভাবে দখল করে গড়ে ওঠা ১১৩ টি দোকান ঘর গুডিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস।
অভিযানের খবর এলাকায় ছডিয়ে পড়লে বাজারে ভীড় জমায় শত শত উৎশুক জনতা। চারটি স্কেভেটর (ভেকু) দ্বারা একে একে ভেঙ্গে দেওয়া হয় অবৈধ দখলদারদের কাঠ বাশ টিন দিয়ে তৈরি করা সহ আধা পাকা দোকান ঘর গুলো। এর আগে সকাল থেকে ব্যবসায়ীবৃন্দ তাদের পন্য সামগ্রী ও আসবাবপত্র সরিয়ে নিতে থাকে দোকান থেকে।
সম্পূর্ন বাজারটি আশির দশকে নির্মিত কোটালীপাড়া-পয়সারহাট বেড়ী বাধের জায়গা দখলকরে গড়ে উঠেছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীবৃন্দ সহ একাধিক এলাকাবাসী।
ওয়াপদারহাট বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম মহিন, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, ওমর আলী ফকির, শের আলী মিয়া, তাপস বিশ্বাস, আজগর আলী খান সহ একাধিক ব্যবসায়ীবৃন্দ সাংবাদিকদের বলেন- অষ্টআশির বন্যার পরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক তৈরি বেড়ীবাধ দখলে করে গডে উঠেছিলো এই ওয়াবদারহাট বাজারটি, এই বাজারের উপর অসংখ্য মানুষের জীবন জীবিকা নির্ভশীল, এ সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে।
এ সময় আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফেজা বেগম, সদস্য সেন্টু শেখ, মোস্তফা শেখ, পাউবো রাজস্ব কর্মকর্তা শরিফ মাহামুদ, শাখা কর্মকর্তা উৎপল রায়, শাহীন আলম, বেঞ্চ সহকারী আজাদুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বাজারের ব্যবসায়ীবৃন্দ ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
Leave a Reply