স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সহকারী শিক্ষক হাসান মোহাম্মদ সাইফুদ্দিন কাজল কর্তৃক দশম শ্রেনীর জনৈক শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেওয়ার জেরে বড় ভাই প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনকে গণধোলাই দিয়েছে ছাত্র জনতা।
মঙ্গলবার দুপুরে উপজেলার মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনিস্টিটিউশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় দেড় যুগ আগে গনিত শিক্ষক হিসেবে উক্ত প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত শিক্ষক সাইফুদ্দিনের ঐ শিক্ষার্থীর সাথে অশালীন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অশ্লীল ভাষার অডিও রেকর্ডটি এলাকায় ছডিয়ে পড়লে ফুসে ওঠে শিক্ষার্থী অভিভাবক সহ সাধারণ জনতা।
দীর্ঘদিন যাবৎ কোচিং বানিজ্য সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসা সহকারী শিক্ষক সাইফুদ্দিন, নিয়োগ বানিজ্য সহ নানান অনিয়মের দায়ে অভিযুক্ত প্রধান শিক্ষক বড় ভাই নাছিরের ছত্র ছায়ায় এ সব অপকর্ম করে আসছে বলে জানায় অসংখ্য এলাকাবাসী।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন- সাইফুদ্দিন স্যার ঐ ছাত্রীর সাথে খুব খারাপ ভাষায় কথা বলেছে, আমরা চাই ঐ স্যার যেনো কোন স্কুলে শিক্ষকতা করতে না পারে।
মারপিটের শিকার প্রধান শিক্ষক নাছির উদ্দিন বলেন- অভিযুক্ত শিক্ষক সাইফুদ্দিন কাজল আমার আপন ছোট ভাই, অডিও রেকর্ডে তার কথায় ত্রুটি আছে, এ জন্য সাধারন জনতা আমার উপর ক্ষেপেছে, বেশিরভাগ বাহিরের লোকজনই আমাকে মারপিট করেছে। এ বিষয়ে কথা বলার জন্য সাইফুদ্দিন কাজলের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম বলেন- প্রধান শিক্ষক নাছির উদ্দিন এবং অভিযুক্ত শিক্ষক সাইফুদ্দিন কাজল সহ দুজনকেই সাময়ীক বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, এক সদস্য বিসিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply