গাইবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত
Update Time :
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
১৭৯
জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করা হয়।
দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও শ্রম কল্যাণ কেন্দ্র গাইবান্ধা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রংপুরের সহযোগিতা বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মে দিবস উপলক্ষে পলাশবাড়ীতে বিভিন্ন সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন ।
দিনটি উপলক্ষে গাইবান্ধা জেলা ট্রাক, ট্র্যাংকলড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক পরিষদ এবং জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন পলাশবাড়ী আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক, বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ী থানা ইনচার্জ জুলফিকার আলী ভুট্রো, পৌর বিএনপির সভাপতি, আবুল কালাম আজাদ, এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোশফেকুর রহমান রিপন, শামসুল আলম, আব্দুল মোত্তালিব সরকার বকুল, আশরাফুল আলমসহ অনেকে।
Leave a Reply