স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন মরণ ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টিভি’র গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক এমরান হোসেন।
তিনি পৌরসভার ০১ নং ওয়ার্ড ডহরপাড়া গ্রামের মৃত মওলানা আব্দুল মাজেদের ছেলে।
সে কয়েক বছর যাবৎ নিষ্ঠার সাথে পালন করে আসছিলো তার পেশাগত দায়িত্ব। গতকাল ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় নিজ গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ এশা পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে মা-বাবার কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হন নির্ভিক এই কলম সৈনিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো পঞ্চাশ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ বহু গুনাগ্রহী রেখে গেছেন।
সহযোদ্ধা এমরানের অকাল বিয়োগে শোক জানিয়েছেন কোটালীপাড়া রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য বৃন্দ। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সংতপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা।
Leave a Reply