স্টাফ রিপোর্টার : দল ত্যাগের ঘোষণা দিয়ে নিজ বাড়ীর পুকুর ঘাটের ফটকের উপর স্ব-জতনে গড়া দৃষ্টিনন্দন শখের নৌকা ভাংলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদার।
রবিবার ভোর রাতে তিনি ভাঙ্গেন এ নৌকা। সরজমিনে দেখা যায়, নৌকাটির একাংশ ফটকের উপরে থাকলেও ভাঙ্গা অংশ পড়ে আছে পুকুর পাড়ে ঝোপের মধ্যে।
নৌকা ভাঙ্গার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ভোরের আলো ফোটার সাথে সাথে আবু সাইদের বাড়ীতে ভীড় জমায় বিপুল সংখ্যক উৎসুক জনতা।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উপজেলা জুড়ে বইছে ব্যাপক আলোচনার ঝড়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী সাংবাদিকদের জানান- নৌকা ভাঙ্গায় প্রমান হলো যে, আবু সাইদ একজন সুবিধাবাদী লোক, তিনি প্রকৃত রাজনিতীবীদ নয়, অথচ এই নৌকা মার্কার পরিচয় দিয়েই তিনি একাধিকবার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক দাপট দেখিয়ে জোর পূর্বক দখল করেছেন মানুষের জায়গাজমি, অর্জন করেছেন শতশত কোটি টাকা হয়েছেন বাড়ী গাড়ির মালিক।
এ বিষয়ে আওয়ামীলীগ নেতা আবু সাইদ শিকদার বলেন- যার দল করেছি, আদর্শচ্যুত হয়ে সেই গেছে পালিয়ে তাই তার দল করতে রাজী না, সে দেশে আসলেও করবো না, এ জন্য নৌকা ভেঙ্গে ফেলেছি। উল্লেখ্য, কিছুদিন পূর্বে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদারও নিজ আসনের চুড়ায় তৈরী সখের নৌকা ভেঙ্গে সমালোচিত হন।
Leave a Reply