পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় মদনপুর ইউনিয়নে ৫০০ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী সচিব কমিশনার ও বিঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন,ও তিতাস অফিসের ম্যানেজার প্রকৌশলী আমির এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে মদনপুর,কেওডালা ২ টি স্পটে ৫০০ শ আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
বি:দ্র: অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং করা হয়।
১.৫ MS পাইপ প্রায় ৯০০ ফিট, ২ MS পাইপ ২০০ ফিট, ১ MS পাইপ ১৫০ ফিট, ১.৫ হোস পাইপ ৫০ ফিট।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা চলমান রয়েছে এর মধ্যে অনেক এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যেগুলো বাকি আছে সেগুলো বিচ্ছিন্ন করা হবে এবং যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply