স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মা হয়েছেন মাহামুদা খানম (২৫) নামক এক মানুষিক ভারসাম্যহীন যুবতী। কিন্তু তার এ সন্তানের বাবার দায়িত্ব স্বীকার করলেন না কেহ।
সে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুন্ড গ্রামের মালেক হাওলাদারের মেয়ে।
শনিবার বিকালে নিজ বাড়িতে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয় এলাকার পাগলী নামে পরিচিত ওই যুবতী। এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
জানা যায়, কয়েক বছর পূর্বে ঢাকায় পোশাক কারখানায় কাজ করার সুবাদে এক শ্রমিকের সাথে বিয়ে হয় তার। কিছুদিন সংসার করার পরে স্বামী সর্বস্ব লুটে নিয়ে ছেড়ে গেলে মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়ে মাহামুদা। এর পর থেকেই সে অবস্থান করছে বাবার বাড়ীতে।
এই সুযোগে তার প্রতি কু-দৃষ্টি পড়ে স্থানীয় কতিপয় লম্পটের। ভুক্তভোগী মাহামুদা খানম সাংবাদিকদের বলেন- আমার সন্তানের পিতা নেই মারা গেছে, সন্তানের দায় দায়িত্ব আমার।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান- স্থানীয় কিছু উশৃঙ্খল যুবক এই কাজ ঘটিয়েছে, ঐ মেয়েটি পাগল, সে বিভিন্ন জনের নাম বলে, নিদৃষ্ট কোন ব্যক্তির নাম পাওয়া যায় না, আমরা এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবু কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply