গোপালগঞ্জ প্রতিনিধি : ছিলেন আওয়ামী লীগের সদর উপজেলা কমিটির সদস্য। সরকার পরিবর্তনের পর এখন একটি ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলায়।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
আলোচিত ওই ব্যক্তির নাম আলিমুজ্জামান পিটু মোল্লা। তাঁর বাড়ি সদর উপজেলার শুকতাইল ইউনিয়নে। তিনি
গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য পিটু মোল্লা। সে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের বাসিন্দা।

বিগত সরকারের আমলে গোপালগঞ্জ আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে সখ্যতা করে গড়েছে টাকার সাম্রাজ্য। অংশ নিয়েছেন আওয়ামীলীগের বিভিন্ন কার্যক্রমে। নৌকা প্রতীকে চেয়েছেন ভোটও। নিজের এলাকায় দাঁপিয়ে বেড়াতেন আওয়ামী লীগ নেতা পরিচয়ে। বিভিন্ন ছবিতে দেখা গেছে গোপালগঞ্জ ২ আসনের এমপির সাথে ঘনিষ্ঠতা।
এ ছাড়াও গোপালগঞ্জ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে বেশ কিছু ছবি তার নিজের ফেসবুকে একাউন্টে দেখে গেছে। বিভিন্ন আ.লীগের অনুষ্ঠানে অংশগ্রহণের ছবিও রীতিমতো ভাইরাল। তাতে বিভিন্ন ফেসবুক ব্যবহারকারী নানান মন্তব্য করেছে।
অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু তুলে কামিয়েছে লক্ষ লক্ষ টাকা।
সরজমিনে শুকতাইল ইউনিয়নে গেলে দেখা যায়, পিটু মোল্লার নিজস্ব একটি বিএনপি অফিস আছে। সেখানে বসেই নিজের অবৈধ ড্রেজার ব্যবসা করে। বিভিন্ন সময় এলাকার সালিশ বিচারও তিনি করেন ঐ অফিসে।
এলাকাবাসী অভিযোগ করে বলে, পিটু মোল্লাকে আমরা আওয়ামী লীগের বড় নেতা হিসেবেই জানতাম। আমাদের এমপি সাহেবের সাথে অনেক ছবি তার অফিসে ছিলো। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু ব্যবসা করেছে এখানে। সরকার পতনের সাথে সাথে সে এখন বিএনপির বড় নেতা হয়ে গেছে। নতুন করে আবার প্রভাব খাটানো শুরু করেছে।
তবে এবিষয়ে আলিমুজ্জামান পিটু মোল্লার সাথে যোগাযোগ করা হলে বলেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতি করে নাই। বিএনপি ক্ষমতায় না থাকায় আওয়ামী লীগের নেতাদের সাথে তাল মিলিয়ে চলেছে ব্যবসা বানিজ্য করার জন্য।
শুকতাইল ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি পরিচয় দিয়ে বলেন, সবসময়ই আমি বিএনপির রাজনীতি করেছি। এখনও জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করে যাচ্ছি।
এ ব্যাপারে সদর উপজেলা বিএনপির সঙ্গে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে জানানো হয়েছে পিন্টু মোল্লা নামে ওই ইউনিয়নে কোন জয়েন্ট সেক্রেটারি নেই। বরং শুকতাইল ইউনিয়নে বিএনপির কোনো কমিটি নেই। খুব দ্রুত কমিটি করা হবে।
Leave a Reply