স্টাফ রিপোর্টার : কোটালীপাড়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক গোপালগঞ্জ মুহম্মদ কামরুজ্জামান।
বৃহস্পতিবার দুপুরে তিনি কোটালিপাড়া পাবলিক ইনষ্টিটিউশন মডেল (সিকির বাজার হাই স্কুল) এবং বলুহার ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।
পরে তিনি রামশীল ইউনিয়ন মহাবিদ্যালয়ে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ কতৃপক্ষ।
এর আগে জেলা প্রশাসক বেলা ১১ টায় কোটালিপাড়া পৌছে পৌরসভার বিভিন্ন দাপ্তরিক কাজকর্ম পরিদর্শন করেন।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সেবদাতুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী ময়ী বাগচীসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
Leave a Reply