স্টাফ রিপোর্টার : “এসে হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা” পুরাতন বছরকে বিদায় জানিয়ে ১৪৩২ বঙ্গাব্দের নুতন বছরকে স্বাগত জানাতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানান আয়োজনে বাঙ্গালীর চির চারিত ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নব বর্ষবরণ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ (সোমবার) সকাল ৭ টায় বছরের প্রথম সূর্যদয়কে বরণ করে নিতে প্রভাতী অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি।
সকাল আটটায় এক বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী চত্ত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক। এ সময় অন্যদের মধ্যে- অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, অধ্যক্ষ দিলিপ ভাবুক, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা রকিবুল হাসান শুভ, প্রকৌশলী শফিউল আজম, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, রোভার স্কাউট, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক , সাংস্কৃতিক সংগঠন ও নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply