স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার বাশবাড়িয়া- বিষারকান্দি সড়কের নয়াকান্দি তরুর বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ঝোপের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকাল ৯ টায় একদল কিশোর পাশবর্তী ডোবায় কচুরী কাটতে গিয়ে ঝোপের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে অভিভাবকদের খবর দেয়। পরে লাশের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ছুটে আসেন ইউপি সদস্য সহ শত শত উৎশুক জনতা। অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ আবু সালেহ মোহাম্মদ আনসার উদ্দিন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
নিরব সমাদ্দার, নিখিল সমাদ্দার, অভি সমাদ্দার সাংবাদিকদের জানান- আমরা তিন বন্ধু কচুরী কাটার এক পর্যায়ে লাশটি পড়ে থাকতে দেখে ভয় পেয়ে তড়িঘড়ি করে বাড়ী ফিরে বড়দের জানাই।
কান্দি ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম হাওলাদার বলেন- শ্যামল সমাদ্দারের মোবাইল ফোনে লাশের বিষয়টি জানতে পেরে ঘটনা স্থলে পৌছে পুলিশে খবর দেই, নিহত ব্যক্তিকে এলাকার কেহ চিনতে পারতেছে না।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান- আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply