পরিমল বিশ্বাস : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আলমগীর বাদশার পরিবারকে আর্থিক অনুদান প্রধান করেন তরুণ দলের কেন্দ্রীয় নেতাকর্মী ও উপজেলা তরুণ দলের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে কাঁচপুর এলাকায় অনুদান প্রধান করা হয়।
এ সময় জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি মুহাম্মদ টি এইচ তোফা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বেল্লাল আহম্মেদ, রূপগঞ্জ উপজেলা তরুণ দলের সভাপতি আল আমিন, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মামুন প্রধান, শ্রমিক দল নেতা হানিফ, সঞ্চালনায় ছিলেন, সোনারগাঁ উপজেলা তরুণ দলের সভাপতি আরিফ মোল্লা, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
এ সময় বক্তারা আলমগীর বাদশার স্মৃতি চারনে বলেন, বিগত সরকারের আমলে আলমগীর বাদশারকে র্যাব দ্বারা ক্রস ফায়ারের নামে হত্যা করা হয় শহীদ আলমগীর বাদশা দলের একজন ত্যাগী নেতা ছিলেন তিনি প্রতিটি মিটিং মিছিল অংশগ্রহন করেছেন তার অকাল মৃত্যুতে আমরা গভীরে ভাবে শোকাহত ও তার আত্মার মাগফিরাত কামনা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পরিবারকে আর্থিক অনুদান প্রধান করা হলো ও তরুণ দলের সকল নেতৃবৃন্দরা সব সময় তার পরিবারের পাশে আছি।
Leave a Reply