এস.এম দুর্জয়:গাজীপুর সাফারি পার্ক থেকে বন্যপ্রানী লেমুর চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে,তবে তদন্তে ক্রাইম এক্সপার্ট যুক্ত করা উচিত বলে মন্তব্য করেন এবং লেমুর চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।গতকাল(৯ মার্চ)বুধবার দুপুরে গাজীপুরের বাঘের বাজারে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন,শুধু মাত্র বনের এক্সপার্ট,বন্যপ্রানীর এক্সপার্ট দিয়ে হবেনা,যারা ক্রাইম বোঝে তাদেরও যুক্ত হওয়া উচিত।তিনি আরো বলেন,চুরির ঘটনায় যারা জরিত তাদের কঠোর শাস্তির মুখো মুখী হতে হবে বলেও জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।এসময় উপস্তিত ছিলেন,গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন,পুলিশ সুপার চৌধুরী মোঃ যাবের সাদেক,প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরীসহ সাফারি পার্কের অন্যান্য কর্মকর্তারা।
Leave a Reply