স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সোমবার বাদ আছর একটি বিক্ষোভ মিছিল মহুয়ার মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে সড়কে পৌছে এক সমাবেশ আয়োজন করে আলেম ওলামা ও সর্বস্তরের তাওহীদি জনতা।
মাওলানা মাহামুদুল হাসান শামিম এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে উপজেলার বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, মাওলানা- মাহাদী হাসান, হাবিবুর রহমান, মাঞ্জুরুল হক, টি এম বরকত, আলী হায়দার, হাফেজ রুহুল আমীন সহ অনেকে বক্তব্য রাখেন।
এর আগে বেলা ১১ টায় ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, তাওহীদি মুসলিম জনতা ও নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply