শ্রীপুরে তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
Update Time :
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
২৪৭
জন পঠিত
এস.এম দুর্জয়, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে মহান স্বাধীনতা দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২শতাধিক প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক,গাজীপুর ৩ আসনের জনপ্রিয় গণমানুষের নেতা অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেন।
বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক শাজাহান সজলের সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ওলামা দলের সভাপতি পীরজাদা মাও:এস এম রুহুল আমীন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির সরকার,শ্রীপুর পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন প্রধান, খাইরুল কবির মন্ডল আজাদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা,সাইফুল হক মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শ্রীপুর পৌর বিএনপি’র পক্ষ থেকে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply