স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
সকাল সাড়ে ৮ টায় মুক্তিযোদ্ধা হেমায়েত বাহিনীর স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা, স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠন, বেসরকারী ক্লিনিক মালিক সমিতি সহ বিভিন্ন সরকারী সেরকারী দপ্তর, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানান শ্রেনী পেশার মানুষ।
সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ চত্ত্বরে পুলিশ, আনসার, রোভার স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে আয়োজন করা হয় মনোমুগ্ধকর মাঠপাস ও কুচকাওয়াজ। বেলা ১১ টায় শিল্পকলা একাডেমি চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ সময় চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলেদেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ।
দুপুরে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের। সব শেষে আয়োজন কারা হয় ফুটবল টুর্নামেন্ট।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। অন্যদের মধ্যে- অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা- আতিয়ার রহমান মোল্লা, শেখ আব্দুল মান্নান, আবুল কালাম দাড়িয়া, উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, একাডেমিক সুপারভাইজর জসিম শেখ বক্তব্য রাখেন।
এ সময়- উপজেলা ও পৌর সভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতি দলের নেতাকর্মী, শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply