স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় চাচা বিমল মধু (৬০) এর বেধড়ক মারপিটে আহত হয়েছেন ভাতিজা প্রকাশ মধু (৫৫)।
সে উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ী গ্রামের মৃত: পদ্মলোচন মধুর ছেলে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাইয়ের স্ত্রী এবং ছেলেও আহত হয়। তাহারা প্রাথমিক ভাবে চিকিৎসা নিলেও গুরুতর আহত প্রকাশকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। গত মঙ্গলবার সন্ধ্যায় এ মারপিটের ঘটনা ঘটে।
জানা যায়, শরিকী জমিতে বিমল মধু ভ্যাকু (স্কেভেটর) দ্বারা মাটি কাটতে গেলে বাধা দেয় প্রকাশ। এতেই সুত্রপাত হয় বিবাদের।
এ সময় বিমল মধু, বিজন মধু, রাতুল মধু সহ পিতা-পুত্র মিলে লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধ ভাবে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে প্রকাশকে। ভুক্তভোগী প্রকাশ মধু সাংবাদিকদের বলেন- আমাদের শরিকী জায়গা চাচা বিমল মধু মেপে বুঝিয়ে না দিয়ে জোর পূর্বক মাটি কাটতে গেলে বাধা দেই, তখন বিমল বিজন রাতুল সহ চার পাঁচজন আমাকে মারপিট করে, ঠেকাতে গেলে আমার ভাবি ও ভাতিজাকেও মারে, তাহারা হত্যার উদ্দেশ্যে আমার গলা চেপে ধরে, চাচা বিমল চার নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে ক্ষমতার দাপট দেখায়, আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
পঙ্কজ মধু জানান- ঠাকুরদার আমলের জায়গা জমি আমাদের বুঝিয়ে না দিয়ে চাচা বিমল একা জোর পূর্বক দখল করার পায়তারা চালাচ্ছে।
তাপষ মধু বলেন- ঘটনা স্থলে এসে দু পক্ষের জড়াজড়ি দেখতে পাই, এ সময় বিমলদের বাবা ছেলের হাতে লাঠিসোটা ছিলো, আরো দেখি প্রকাশকে আহত অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত বিমল মধুর বাড়ীতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলেছে।
Leave a Reply