পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নে মোবাইল কোটের মাধ্যমে ৫০০ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষ।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় কবরস্থান ও বায়তুন মসজিদ সংলগ্ন এলাকা ও সায়রা গার্ডেন এর গলি ৫০০ টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় খনিজ সম্পদ বিভাগ এর সিনিয়র সহকারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
অপসারিত পাইপ ২”- ৭০ফুট সংযোগটি উৎসমুখে ক্যাপিং করা হয়েছে অপসারিত পাইপ ২-৬০ফুট।
সংযোগটি উৎসমুখে ক্যাপিং করা হয়েছে। ও আন্দিরপাড় কবরস্থান এর বিপরীতে বন্দর, আবাসিক থেকে হোটেল সংযোগ হোস পাইপ দিয়ে অপসারিত হোসপাইপ ৩/৪”-৪০ফুট। সংযোগটি উৎসমুখে ক্যাপিং করা হয়েছে।
সায়রা গার্ডেন এর গলি অপসারিত পাইপ ২”- ১০০ফুট
সংযোগটি উৎসমুখে ক্যাপিং করা হয়েছে।
অবৈধভাবে সংযোগকৃত কয়লা হোটেল এর গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ আবাসিক গ্রাহকের নিকট হতে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ অভিযান চলমান আছে যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply