স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মার্চ-২০২৫ মাসের আইন শৃঙ্খলা এবং আগামী ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ (বুধবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুম লালা শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এ সময়- সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, ইউপি চেয়ারম্যান- সমর চাদ মৃধা খোকন, ভীম চন্দ্র বাগচী, আমিনুজ্জামান খান মিলন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম, আনসার প্রশিক্ষক দেবাশীষ দাস, প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, আহবায়ক গনঅধিকার পরিষদ জালাল দাড়িয়া, উপজেলা জামায়াতের আমির গাজী সোলায়মান, আবাসিক মেডিকেল অফিসার ডা. এম ফারুক হোসেন, ডিজিএম পল্লী বিদ্যুৎ রেজোয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক খেলাফত মসলিস মানজুরুল হক, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন দীন ইসলাম, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান সদস্যও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply