কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপললেক্ষ্য আলোচনা সভা ও কৃষি প্রদর্শনীয় অনুষ্ঠিত হয়।
বাউফল প্রেস ক্লাব সভাপতি মো: জলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বাউফল শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার সাইদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেণ প্রাণি সম্পদ উপসহকারি অফিসার মানবিন্দ শীল, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপসহকারি অফিসার সাইফুল ইসলাম, বাউফল প্রেস ক্লাব সাধারন সম্পদক মো: জসীম উদ্দিন, মাই টিভি বাউফল প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক মহিলা বিষয়ক অধিদপ্তর প্রশিক্ষণ নাজমা বেগম।
৯ মার্চ (রবিবার) সকাল ১০ বাউফল প্রেস ক্লাবে উজ্জীবক সাইফুল ইসলাম সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, স্পিড ট্রাস্ট প্রোগ্রাম অফিসার রিনা ঘোষ। দিবস পালনের প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন এএলআরডি প্রতিনিধি মো: রফিকুল ইসলাম। আলোচনা সভায় স্টান্ড ফর হারল্যান্ড ক্যাম্পেইন নারী কৃষক উদ্যোগে কৃষি পণ্য ও নকসী কাঁথা নিয়ে প্রদর্শনীয় দেওয়া হয়। এ সময় নারী ও কিশোরী দলে সংগীত পরিবেশন করেন।
অধিকার সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য বিষয় উপর বক্তব্য রাখেন সভায় বক্তব্য রাখেন, বাউফল প্রেস ক্লাব সাবেক সাধারন সম্পাদক আরেফিন সহিদ, তথ্য সেবা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসা: মরিয়ম বেগম, এএলআরডি প্রতিনিধি তারা খাতুন, যুব উন্নয়ন সহকারি অফিসার মো: হানিফ খান, ইউপি সদস্য আহসান হাবিব , আনোয়ার হোসেন খান,প্যারালিগাল মিতা রানী, জন সমবায় গ্রুপ লীডার মিনারা বেগম, খাদিজা বেগম ও তাসলিমা বেগম প্রমুখ প্রমুখ। গ্রামীণ ভ‚মিহীন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ক্ষুদ্র জনগোষ্ঠীর ভ‚মি অধিকার ও সরকারি পরিষেবায় প্রাপ্তি’’ শীর্ষক কর্মসূচী আওতায় দিবসটি পালিত হয়েছে।
Leave a Reply