স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড বাগান উত্তরপাড় গ্রামের বিন্দুদাস মেমোরিয়াল ক্লিনিকের মালিক নিউটন মজুমদারের পুকুর থেকে অজ্ঞাত এক নারী (৪০) এর ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার সকালে এ লাশটি উদ্ধার করা হয়।
নিউটন জানান- আমার ছোট ভাই উজ্জল মজুমদার প্রথমে লাশটি দেখেতে পেয়ে আমাকে অবগত করে। পরে লাশের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ছুটে আসেন সাবেক কাউন্সিলর সঞ্জয় মজুমদার সহ উৎসুক জনতা। খবর পেয়ে এস আই আল আমিন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের নাম পরিচয় না জানা গেলেও দুই তিনদি যাবৎ পুকুরে ডুবে থাকা মৃত দেহটি মানষিক ভারসাম্যহীন এক নারীর বলে জানায় স্থানীয় জনতা।
তাহারা আরো বালেন- এই নারীকে আমরা কিছুদিন যাবৎ এলাকায় ঘোরা ফেরা করতে দেখেছি। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে এ নিয়ে এলাকায় বইছে আলোচনার ঝড়।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
Leave a Reply