স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) আসনে জেলা জামায়াতে ইসলামির আমীর অধ্যাপক রেজাউল করিমকে সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ায় মটর শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালিপাড়া উপজেলা শাখা।
এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে নয়টায় টুপরিয়া স্টান্ড থেকে একটি বর্ণাঢ্য মটর শোভাযাত্রা আরম্ভ হয়ে মাঝবাড়ি,কুশলা,রাধাগঞ্জ,ভাঙ্গারহাট, বান্দাবাড়ি, অবদারহাট,সিকির বাজার,মহুয়া চত্বর,ঘাঘর বাজার, কুরপালা,বরই ভিটা, ধারাবাশাইল, পিঞ্জুরী সহ বিভিন্ন এলাকা ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে এক সংক্ষীপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে মটর শোভা যাত্রা চলাকালীন বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- শোভা যাত্রার প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলাম কতৃক মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী আলী মাসুদ খান, উপজেলা জামায়াতে ইসলামির আমীর গাজী সোলায়মান, সেক্রেটারী ফরিদ আহম্মেদ।
অন্যদের মধ্যে – উপজেলা জামায়াতে ইসলামি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply